odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

Admin 1 | প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:১০

Admin 1
প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:১০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিবীয়দের ১৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তাই তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো ইয়োইন মরগানের দল। ১৯৮৮ ও ১৯৯১ সালের পর আবারো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়রা।
বার্বাডোজে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দলীয় ২৭ রানে ওপেনার জেসন রয় ব্যক্তিগত ১৭ রানে ফিরে গেলেও, আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথ পায় ইংল্যান্ড। জুটিতে দু’জন ১৯২ রান যোগ করেন।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে ১১০ রানে থামেন হেলস। তার ১০৭ বলের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা ছিলো। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়েছেন রুট। ১০টি চারে ১০৮ বলে ১০১ রান করে আউট হন রুট।
শেষদিকে অলরাউন্ডার বেন স্টোকসের ২০ বলে ৩৪ রানে ৫০ ওভারে ৩২৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ৪টি ও জেসন হোল্ডার ৩টি উইকেট নেন।
জবাবে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয়ের জন্য ৩২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারানোর যাত্রাটা নিয়মিতই ছিলো তাদের। ফলে ৬৪ বল বাকী থাকতেই ১৪২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
দলের পক্ষে জনাথন কার্টার সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া শেষ ব্যাটসম্যান জোসেফ দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২২ রান করেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিয়াম প্লাংকেট ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের হেলস ও সিরিজ সেরা হন ওকস।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩২৮/১০, ৫০ ওভার (হেলস ১১০, রুট ১০১, জোসেফ ৪/৭৬)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৪২/১০, ৩৯.২ ওভার (কার্টার ৪৬, জোসেফ ২২*, ওকস ৩/১৬)।
ফল : ইংল্যান্ড ১৮৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)।
ম্যান অব দ্য সিরিজ : ক্রিস ওকস (ইংল্যান্ড)।



আপনার মূল্যবান মতামত দিন: