odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
কমলা এখন আমার একমাত্র রঙ :সাকিব আল হাসান

বাংলাদেশের সাকিব আল হাসান বলেন কলকাতার হয়ে আমাদের দারুণ স্মৃতিও রয়েছে। কিন্তু এখন কমলা আমার একমাত্র রঙ।’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ April ২০১৮ ২২:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ April ২০১৮ ২২:১০

 

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এবারই আইপিএলে প্রথম অন্য কোন দলের হয়ে খেলছেন তিনি। তবে আজ নিজের পুরনো দল কলকাতার বিপক্ষে মাঠে নামবেন সাকিব। কলকাতার বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে হায়দারাবাদ।
তাই কলকাতায় ফিরলেও কোন প্রকার আবেগ স্পর্শ করেনি সাকিবকে। তার ভাবনা জুড়ে এখন শুধুই হায়দারাবাদ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘কলকাতার হয়ে আমরা তিনজন (সাকিব, পান্ডে, পাঠান) দুবার শিরোপা জিতেছি। কলকাতার হয়ে আমাদের দারুণ স্মৃতিও রয়েছে। কিন্তু এখন কমলা আমার একমাত্র রঙ।’
তিনি আরও বলেন, ‘আআইপিএলে আপনি কোন দলে খেলবেন তা আপনার ওপর নির্ভর করে না। কোন খেলোয়াড়কে দলে নেবে সে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির। আশা করছি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কিছু মোমেন্টাম অর্জন করতে পারব। এটাই আমার একমাত্র লক্ষ্য



আপনার মূল্যবান মতামত দিন: