odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

১৩ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই ভাইকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ May ২০১৮ ২১:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ May ২০১৮ ২১:৫৩

নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, আশরাফ আলী (৪৭) ও মো. হাসান (২২)।

গত শুক্রবার (০৪ মে) নগরীর হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এজেঞ্জ বিল্ডিংয়ের ৪র্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের বাসা থেকে পুলিশ ২টি বস্তায় ৩০টি বড় প্যাকেটে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা এবং ৫টি বস্তায় ১০০টি বড় প্যাকেটে মোট ১০ লাখ ইয়াবা আসামিদের প্রাইভেটকার থেকে উদ্ধার করা করে। পরে এ ঘটনায় হালিশহর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: