odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

রেফারির সাথে অশোভন আচরনের দায়ে উয়েফা কর্তৃক দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ June ২০১৮ ২২:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ June ২০১৮ ২২:৩১

 


 

লন্ডন, রেফারির সাথে অশোভন আচরনের দায়ে উয়েফা কর্তৃক দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। যে কারনে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচ স্ট্যান্ডে কাটাতে হবে গার্দিওলাকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের দ্বিতীয় গোলকে কেন্দ্র করে গার্দিওলা রেফারীর সাথে অশোভন আচরন করেছিলেন। যে কারনে তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন স্প্যানিশ রেফারি এন্টোনিও মাতেও লাহোজ। প্রথম লেগে সিটিজেনরা ৩-০ গোলে পরাজিত হবার পরে দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত হয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়।
এদিকে প্রথম লেগে এনফিল্ডে আসার সময় সিটিজেনদের বহনকারী বাসে হামলার অভিযোগে লিভারপুলকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। লিভারপুল সমর্থকরা সিটিজেনদের বাসে বোতল ও ক্যান ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিল। এছাড়াও সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ও সেমিফাইনালে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফায়ারওয়ার্কের কারনে লিভারপুলকে অতিরিক্ত ৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: