odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
রাশিয়া আমরা আসছি।

অভিনব পোশাক পড়ে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ার উদ্দেশ্যে নিজ দেশ ছাড়লো নাইজেরিয়া ফুটবল দল।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ June ২০১৮ ১৭:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ June ২০১৮ ১৭:৫৪

 

অভিনব পোশাক পড়ে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ার উদ্দেশ্যে নিজ দেশ ছাড়লো নাইজেরিয়া ফুটবল দল।
বাঙ্গালিদের পাঞ্জাবি-পায়জামার মত দেখতে সাদা-সবুজ রং মিশ্রিত পোশাক, পায়ে স্টাইলিশ স্যান্ডেল এবং মাথায় ক্রিকেট আম্পায়দের মত টুপি পড়ে দেশ ছাড়ার আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোষ্ট করেছে নাইজেরিয়া দল।
ইনস্ট্রাগ্রামে নাইজেরিয়া দলের অধিনায়ক জন ওবি মিকেল ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রাশিয়া আমরা আসছি।’
নিজ দলের এমন অভিনব পোশাক পছন্দ হয়েছে নাইজেরিয়ার ফুটবল ভক্তদের। ছবির কমেন্টে এক দর্শক লিখেছে, ‘তোমাদের দেখতে দারুন লাগছে। আমরা চমকে গেছি। আশা করবো বিশ্বকাপেও আমাদের চমকে দেবে পুরো দল। সবার জন্য শুভ কামনা রইল।’
আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে নাইজেরিয়া। গ্রুপের অন্য দলগুলো হলো- আর্জেন্টিনা, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। ১৬ জুন রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সুপার ঈগলসরা।



আপনার মূল্যবান মতামত দিন: