odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
সৌদি নারীরা শীঘ্রই আরো অধিকার পাবে

শাহজাদা সালমান এর চেয়ে অভিনব অধিকার রাজকন্যা রিমা কি দিতে পারবে সৌদিনারীদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ July ২০১৮ ০৩:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ July ২০১৮ ০৩:০৪

রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ ,সৌদি সরকাররের

ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি বলেছেন 

দেশটির নারীরা আরো অধিকার পাবে বলে 

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার  দেওয়া হয়েছে, তবে এটাই শেষ নয়।

সৌদি অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন রাজকন্যা। তবে এই পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। শুক্রবার দৈনিক পত্রিকা ওকাজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রাজকন্যা রিমা বলেন, সৌদি নারীদের এখন আর চাকরি, গাড়ি চালানো বা পড়াশোনার জন্য অনুমতির দরকার পড়বে না।

সৌদি অভিভাবকত্ব আইন অনুযায়ী, নারীদের ঘরের বাইরে বের হওয়াসহ অন্য কাজের আগে অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়ে।

রাজকন্যা রিমা জানান, সৌদি সংসদ সুরা কাউন্সিল ও সরকারে থাকা নারীদের মধ্যে অভিভাবকত্ব আইন নিয়ে আলোচনা চলছে। শিগগিরই এই পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। গাড়ি চালানোর মতো আরও কিছু অধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন রাজকন্যা

 



আপনার মূল্যবান মতামত দিন: