odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সদর ও আবাদির ইরাকে সরকার গঠনে  বৃহৎ সংসদীয় জোট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ September ২০১৮ ১৮:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ September ২০১৮ ১৮:১৭

 

 

ইরাকে নতুন সরকার গঠনে শিয়া নেতা মুকতাদা সদর ও বিদায়ী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিসহ ১৬ টি রাজনৈতিক দলের সমন্বয়ে বৃহৎ জোট গঠিত হয়েছে। খবর এএফপি’র।
আবাদির এক ঘনিষ্ঠ সহকারি জানান, জোটটি ১৭৭ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত, যা ৩২৯ আসনের নির্বাচনী আইনসভার অর্ধেকেরও বেশি।
সাদ্দাম হোসেনের উৎখাতের পর ইরাকে এমন রাজনৈতিক ব্যবস্থা করা হয়েছে যাতে একক কোন ব্যক্তি বা দল স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার মতো কর্তৃত্ব করতে না পারে। গত মে মাসের নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ায় কয়েক ঘন্টা আগে জোট গঠিত হলো।
সোমবার প্রথম সংসদ অধিবেশন বসবে। উদ্বোধনী অধিবেশনে ঐতিহ্য অনুযায়ী সুন্নি কমিউনিটি থেকে একজন সদস্যকে স্পিকার এবং দুই জন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর সংসদ সদস্যরা ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: