odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মস্কোর ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ September ২০১৮ ১৭:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ September ২০১৮ ১৭:১৬

 

রাশিয়া মঙ্গলবার তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করছে। এতে চীনের সৈন্যসহ তিন লাখ সৈন্য অংশ নিচ্ছে।

পূর্ব সাইবেরিয়ায় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এ মহড়ার নামকরণ করা হয়েছে ভস্তক-২০১৮ (পূর্ব-২০১৮)। এতে মঙ্গোলীয় ও চীনা সৈন্যদের সমবেত করা হচ্ছে। যদিও ন্যাটো এর তীব্র নিন্দা জানিয়ে একে বড়ো ধরনের সংঘর্ষের মহড়া হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপি’র।
মহড়াটি এমন এক সময় করা হচ্ছে যখন মস্কোর সাথে পশ্চিমাদের ইউক্রেন ও সিরিয়া নিয়ে উত্তেজনা চলছে।
রাশিয়ার সামরিক বাহিনী এই মহড়াকে ১৯৮১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক মহড়ার চেয়েও বড়ো হিসেবে বর্ণনা করেছে। সে সময়ে ওয়ারশ জোটের এক থেকে দেড় লাখ সেনার অংশগ্রহণে ‘জাপদ-১৯৮১)পশ্চিম-৮১’ মহড়াটি অনুষ্ঠিত হয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, এবারের সামরিক মহড়াটি অনেক বড়ো পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় তিন লাখ সেনা, ৩৬ হাজার সামরিক যান, এক হাজার যুদ্ধ বিমান ও ৮০টি যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দূর প্রাচ্যের শহর ভøাদিভস্তকে আয়োজিত ইকোমিক ফোরামে অংশ নেয়ার পর এই মহড়ায় যোগ দেবেন। ইকোনমিক ফোরামে অন্যতম অতিথি হিসেবে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।



আপনার মূল্যবান মতামত দিন: