odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সামরিক বাহিনীর নৃশংসতার ‘পরিমাপ করা কঠিন’

জাতিসংঘ তদন্তকারির মারজুকি দারুসমান বলে, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার বর্ণনা দেয়া কঠিন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ September ২০১৮ ১৮:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ September ২০১৮ ১৮:৪৩

জাতিসংঘের তদন্তকারী মারজুকি দারুসমান, মন্তব্য করেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার বর্ণনা দেয়া কঠিন।

মঙ্গলবার এক তদন্ত প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন। তিনি এ প্রতিবেদনে নৃশংস এ গণহত্যার জন্যে উর্ধতন সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
মারজুকি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে জানান, ‘তাতমাদো অভিযানের নৃশংসতার পরিমাপ করা কঠিন। এটি প্রকৃতপক্ষে বেসামরিক নাগরিক জীবনের প্রতি সম্পূর্ণরূপে অশ্রদ্ধা প্রদর্শন।’



আপনার মূল্যবান মতামত দিন: