odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

তথ্য অধিকারের বিকল্প নেই টেকসই উন্নয়নে  : তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ September ২০১৮ ২৩:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ September ২০১৮ ২৩:৫৬

 

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই উন্নয়ন করতে হলে জনগণকে তথ্য অধিকারের প্রয়োগ ঘটাতে হবে। এতে গণতন্ত্র ও গণমাধ্যম শক্তিশালী হওয়ার পাশাপাশি জনগণও তথ্যসমৃদ্ধ হবে।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত র‌্যালী উদ্বোধনের পর শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে সভায় তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও সুরাইয়া বেগম, এনডিসি ও তথ্য কমিশনের সচিব মো. মুহিবুল হোসাইন বক্তৃতা করেন।
তথ্যের অধিকার একদিকে জনগণের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে অপরদিকে রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ককে নিবিড় করে তোলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ অধিকার যেমন তথ্য ও জ্ঞানের বিস্তার ঘটায় তেমনি গুজব, উস্কানি, মিথ্যাচার প্রভৃতি অপতথ্যের বিস্তার রোধ করে।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, দেশের অন্য আইনগুলো রাষ্ট্র জনগণের ওপর প্রয়োগ করে আর তথ্য অধিকার আইন হচ্ছে সেই আইন, যা জনগণ রাষ্ট্র ও এর সংস্থাগুলোর ওপর প্রয়োগ করে। এই অন্যন্য আইনটি সম্পর্কে জনগণ যত জানবে, ততই তার অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে।



আপনার মূল্যবান মতামত দিন: