odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশ ও ভারত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ October ২০১৮ ১৮:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ October ২০১৮ ১৮:২৮

কাল সেমিফাইনালে মুখোমুখি

এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় শুর হবে ম্যাচটি।
এবারের আসরে ‘এ’ গ্রুপে ছিলো ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ ছিলো আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের তিন ম্যাচের জয়ের স্বাদ পায় ভারত। নেপালকে ১৭১ , সংযুক্ত আরব আমিরাতকে ২২৭ ও আফগানিস্তানকে ৫১ রানের ব্যবধানে হারায় ভারত। তাই তিন জয়ের ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকিট পায় ভারত।
ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলেও, ‘বি’ গ্রুপের রানার্স-আপ হতে হয় বাংলাদেশকে। শ্রীলংকার কাছে ৬ উইকেটে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে বাংলাদেশের যুবারা। এরপর পাকিস্তানকে ৩ উইকেটে ও হংকংকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকে স্বাগতিকরা। তবে গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকা ২৩ রানে জিতে যাওয়ায় বাংলাদেশ সেমির টিকিট পেয়ে যায়।
গ্রুপ পর্বের স্মৃতি ভুলে গিয়ে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠতে বদ্ধ পরিকর বাংলাদেশ। সেটি হলে ৭ অক্টোবর শিরোপা নির্ধারনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলংকা।



আপনার মূল্যবান মতামত দিন: