odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

টি-টোয়েন্টি, সাকিবের সঙ্গে থাকছেন যারা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ October ২০১৮ ২১:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ October ২০১৮ ২১:৪৫


শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, ডেভিড মিলারদের মতো ক্রিকেটাররা এরইমধ্যে নাম লিখিয়েছেন আরব আমিরাত ‘টি-টোয়েন্টি এক্স’ টুর্নামেন্টে। এই তালিকায় যোগ হতে গিয়ে কম কথা শুনতে হয়নি সাকিব আল হাসানকে। অবশেষে এই টুর্নামেন্টে খেলতে পারবে সাকিব। এমনটাই আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৪ দিন ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরের ১৯ তারিখ থেকে। দুই ভেন্যুতে ৫ দলকে নিয়ে আয়োজন করা হবে মোট ২২টি ম্যাচ।

প্রতিটি দল নিতে পারবে ১৬ জন করে খেলোয়াড়। গ্লোভাল আইকন থাকবে একজন করে। প্রত্যেক দলে বিদেশী খেলোয়াড় নেয়া যাবে ৫ জন করে। চারজন করে নিতে হবে উদীয়মান খেলোয়াড়। তিনজন করে নিতে হবে আইসিসির অ্যাসোসিয়েট দলের খেলোয়াড়। বাকি তিনজন থাকবে আরব আমিরাতের জাতীয় দলের খেলোয়াড়।



আপনার মূল্যবান মতামত দিন: