odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের জয়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ November ২০১৮ ১২:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ November ২০১৮ ১২:২১

আবুধাবি টেস্টের প্রথম দিনে প্রথম দুই সেশনেই কিউইদের অলআউট করে দিয়েছে পাকিস্তানের বোলাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৫৩ রান তুলতেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড। অবশ্য পাকিস্তান যে জবাবে খুব ভালো ব্যাট করেছে, তা বলা যাবেনা। ২ উইকেটে ৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা।

এর আগে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দলীয় ২০ রানেই প্রথম উইকেটের পর ৩৯ রানে যেতেই টপঅর্ডারের ৩ জনকে হারিয়ে বসে কিউইরা। এসময় জিত রাভাল ৭, টম লাথাম ১৩, ও রস টেলর ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন। অভিজ্ঞদের হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে তারা।

এসময় কিছুটা প্রতিরোধ গড়েন কেন উইলিয়ামসন। প্রথম দিনে নিউজিল্যান্ডকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন কিউই অধিনায়ক। পাকিস্তান স্পিনার, পেসারদের খুনে হয়ে উঠার দিনে সর্বোচ্চ ৬৩ রান করেছেন তিনি। ১১২ বলে ৫টি চারে এ ইনিংসটি খেলেন কিউই দলপতি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন নিকোলাস। এছাড়া বিজে ওয়াটলিং ১০ ও নেইল ওয়াগনার ১২ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ১৫৩ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।

পাকিস্তানের পক্ষে বল হাতে ৫৪ রানের খরচায় ৩টি উইকেট নেন পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ। এছাড়া মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও হারিস সোহেল পান ২টি করে উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন: