odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬
বিশ্ব সিওপিডি দিবস আজ

পুরুষ নয়, দূষণ-শ্বাসকষ্টে বেশি কাবু হচ্ছে মেয়েরাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ November ২০১৮ ১৮:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ November ২০১৮ ১৮:২৮

উল্টে যাচ্ছে ধারণা। এত দিন ভাবা হত, বিপদ বেশি পুরুষেরই। কিন্তু নতুন এক সমীক্ষা বলছে, এখন তাঁদের ছাপিয়ে যাচ্ছেন মেয়েরা। এ দেশেও নগর-জীবনে দূষণের বাড়বাড়ন্তে শ্বাসকষ্ট এবং আনুষঙ্গিক উপসর্গ বাড়ছে। তাতে পুরুষদের তুলনায় মেয়েরাই তিন গুণ বেশি ভুক্তভোগী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে আসছে।

আজ, বুধবার বিশ্ব সিওপিডি দিবস। শ্বাসনালীর সঙ্কোচনের মারণ পরিমাণ রুখতে তাই সতর্ক থাকতে বলছেন ডাক্তারেরা। বক্ষরোগ চিকিৎসক রাজা ধরের কথায়, ‘‘শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, এমন রোগীর ৩৫ শতাংশই সিওপিডি-র শিকার। তাঁদের এক-তৃতীয়াংশই আবার মহিলা। নিজেরা সবাই ধূমপান না করলেও বায়ুদূষণের শিকার তাঁরা।’’



আপনার মূল্যবান মতামত দিন: