odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে বাংলাদেশের জাহানারা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৫:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৫:১৬

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় অজিরা। এ নিয়ে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তারা। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর শেষ হবার পর সেরা দল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নেয়া মোট দশটি দল থেকে ১২ জনকে বাছাই করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশ নারী দল থেকে টিম অব দ্য টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন পেসার জাহানারা আলম।

ভারত ও ইংল্যান্ড থেকে সর্বোচ্চ তিন জন করে সুযোগ পেয়েছে। চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া থেকে দুই জন এই দলে রয়েছে। এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ থেকে জায়গা করে নিয়েছেন দলটিতে।

ওপেনার হিসেবে সেরা দলটিতে থাকছেন আলিসা হেলি ও স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ান ব্যাটার হেলি টুর্নামেন্টে ৬ ম্যাচে ২২৫ রান করেন। অন্যদিকে ৫ ম্যাচে ১৭৮ রান তুলে নেন ভারতের স্মৃতি।

১০৫ রান ও ৫টি ক্যাচ-স্ট্যাম্পিং করে ফাস্ট ডাউনে সুযোগ করে নিয়েছেন ইংলিশ উইকেট রক্ষক অ্যামি জোনস। অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতের হরমনপ্রীত কর। ৫ ম্যাচে ১৮৩ রান করেন তিনি।

বিশ্বকাপের ৫ ম্যাচে ১০ উইকেট ও ১২১ রান তুলে অলরাউন্ডার ক্যাটাগরিতে সুযোগ মিলেছে ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ডারা ডটিন। মিডল অর্ডারে থাকছেন ৪ ম্যাচে ১৩৬ রান তোলা পাকিস্তানের ব্যাটার জাভিরা খান।

অস্ট্রেলিয়ার বোলার এলাইস পেরি ৬০ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ৯টি উইকেটও আর তাই জায়গা করে নিয়েছেন টিম অব দ্য টুর্নামেন্টে।



আপনার মূল্যবান মতামত দিন: