odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অচেনা এসএসসিতে সিরিজ জয়ের আশা মাশরাফির

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ২৩:১৫

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ২৩:১৫

সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তবে বর্তমান দলের কারোরই এখানে খেলার অভিজ্ঞতা নেই। অচেনা এই মাঠেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস ঝরেছে মাশরাফির কণ্ঠে।

আগামী শনিবার এসএসসিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অতিথিরা।

সিংহলিজ স্পোর্টস ক্লাবে এ পর্যন্ত খেলা তিনটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। তবে প্রাপ্তি আছে সেখানেও। ২০০১ সালে এই মাঠেই অভিষেকে সবচেয়ে কম বয়সে টেস্টে শতকের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

শ্রীলঙ্কার এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলা চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে এই মাঠে ১০ ওয়ানডেতে খেলে একটিতে জয়ের হাসিতে মাঠ ছেড়েছে তারা। ২০০৪ হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।

সেই ২০০৫ সালে এসএসসিতে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২০১১ সালের ৬ ফেব্রুয়ারির পর এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি।

কেমন আচরণ করতে পারে তৃতীয় ম্যাচের উইকেট? এখনই কোনো ধারণা করতে রাজি নন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে।

“উইকেট এখনও অপ্রস্তুত। এখনও ঠিক মতো যেহেতু প্রস্তুত হয়নি, দুই দিন সময়ও আছে, যে কোনো ধরনের উইকেট হতে পারে। আগামী দুই দিনে অনেক পরিবর্তন হতে পারে।”

এসএসসিতে কখনও খেলেননি মাশরাফি। তবে এই মাঠ সম্পর্কে অনেক কিছুই জানা আছে তার। তিন শ্রীলঙ্কান কোচ তো আছেনই।

“শুনলাম সিংহলিজে নাকি প্রচুর রান হয়। এখানে গড় রান ২৮০-২৯০ এর কাছাকাছি। উইকেট এ রকম হলে তো ভালো।”



আপনার মূল্যবান মতামত দিন: