odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

যে কারণে আইপিএল খেলবেন না মোস্তাফিজ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ December ২০১৮ ১৮:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ December ২০১৮ ১৮:১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের পরবর্তী নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। এজন্য মোট ১০ জন ক্রিকেটারের রেজিস্ট্রেশন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সাকিব আল হাসানকে এবছরও ধরে রেখেছে সানরাইসার্জ হায়দ্রাবাদ। তাই নিলামে উঠবে বাংলাদেশের ৯ জনের নাম।

এ তালিকায় সবচেয়ে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত হওয়া অফস্পিনার নাঈম হাসান। বাকি আট ক্রিকেটার হচ্ছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, ইমরুল কায়েস এবং আবু হায়দার রনি।

তবে এবার নিলামের জন্য নিজের নাম দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। চোটে পড়ার প্রবণতা বেশি থাকায় ফ্রাঞ্চাইজি লিগে তার খেলার ব্যাপারে বেশ কয়েকবার আপত্তি জানিয়েছে বিসিবি। একারণেই আইপিএল খেলবেন না মোস্তাফিজ।

ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলছে টাইগারদের। এরপরই আছে নিউজিল্যান্ড সিরিজ। তাই এমনিতেই জাতীয় দলের ক্রিকেটারদের বেশ ব্যস্ত সময় কাটবে। তাছাড়া ২০১৯ সালের বিশ্বকাপ তো আছেই। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোটমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক বোর্ড। আর তাই দলের সেরা পেসারকে নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চায় বিসিবি। একারণেই এবারের আইপিএলে থাকছেন না সাইরাইজার্স হাইদ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুই আসর খেলা মোস্তাফিজ।

২০১৯ সালের ২৯ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১২তম আসরের। এবারের আসরে নিলামের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল গত মঙ্গলবার। এবার নিলামে উঠছে ১ হাজার ৩ জন ক্রিকেটার যার মধ্যে ২৩২ জন বিদেশি।

এবারের আইপিএলে নিলাম থেকে মোট ৭০ জন খেলোয়াড় নিতে পারবে আটটি দল।



আপনার মূল্যবান মতামত দিন: