odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আজ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ December ২০১৮ ১২:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ December ২০১৮ ১২:৫৩

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বেশ গুরুত্ব দিয়েই এ ম্যাচে বাংলাদেশের একাদশ বাছাই করা হয়েছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিতে মাশরাফি বাহিনী উল্লাসের অপেক্ষায়, অন্যদিনে সিরিজে ক্যারিবীয়রা টিকে থাকার লড়াইয়ে মত্ত থাকবেন।

এছাড়া টাইগারভক্তদের জন্য ঐতিহাসিক দিন হবে আজ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম শততম ম্যাচে অংশ নিচ্ছেন। এর আগে এই পঞ্চশক্তির একসঙ্গে ৯৯ ম্যাচ খেলেছেন।

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ

১. তামিম ইকবাল;

২. লিটন কুমার দাস;

৩. ইমরুল কায়েস;

৪. সাকিব আল হাসান;

৫. মুশফিকুর রহিম;

৬. সৌম্য সরকার;

৭. মাহমুদুল্লাহ রিয়াদ;

৮. মেহেদি হাসান মিরাজ;

৯. মাশরাফি বিন মর্তুজা/ সাইফউদ্দিন;

১০. রুবেল হোসেন;

১১. মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: