odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চার ওপেনার ফর্মুলা থেকে বের হচ্ছে বাংলাদেশ?

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ December ২০১৮ ১৯:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ December ২০১৮ ১৯:৫৫

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজও দাপটের সঙ্গেই শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচ পাঁচ উইকেটে জিতে নেয় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

শাই হোপের ১৪৬ রানের অনবদ্য ইনিংসটি সিরিজে টিকে থাকার রসদ দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
অর্থাৎ শুক্রবার সিলেটের মাটিতে হতে যাওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়াল অঘোষিত ফাইনাল।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রথম দুই ম্যাচে চার ওপেনার নিয়ে মাঠে নামতে দেখা যায় বাংলাদেশকে। তামিম ইকবালের সঙ্গে ডান-হাতি ব্যাটসম্যান লিটন দাস শুরু করেন। ইমরুল কায়েস খেলেছেন তিন নম্বরে অন্যদিকে ছয় নম্বরে ব্যাট করেছেন সৌম্য সরকার।

প্রথম ওয়ানডেতে লিটন ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচের শুরুর দিকে গোড়ালিতে আঘাত পেয়েও মাঠ ছেড়ে যান। যদিও শেষ দিকে ব্যাট হাতে মাঠে ফিরলেও সবমিলিয়ে ১৪ বলে ৮ রান করতে সক্ষম হন। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ইমরুলের সংগ্রহ ৪ আর সৌম্য করছে ২৫ রান।

প্রথম দুই ম্যাচে এক্সপেরিমেন্ট করা হয়, তবে ডু অর ডাই ম্যাচেও কি চার ওপেনার নিয়ে নামবে বাংলাদেশ?

মাশরাফি বলেন, প্রথম ম্যাচে লো স্কোরিং ম্যাচ যেটা, ওখানে ৪০-৪১ রান করেছেন লিটন। তামিম বেশ ভালই খেলেছে। ইমরুল দুইটা ম্যাচে রান করতে পারেনি। আর সৌম্য চার নম্বরে নিজেকে মেলে ধরতে পারেনি। আমার কাছে মনে হয়ে আমরা যে পরিকল্পনাটি নিয়েছি সেটি কাজে লাগেনি। তবে লিটন ওই সময়টা টিকে থাকলে আরও ভালো হতো। তামিম-মুশফিকের জুটিটা না ভাঙলে আমাদের আমরা ৩০০ অথবা ২৮০ করতে পারতাম।

আগের ম্যাচে লিটন চোট পেয়েছে। চার ওপানার ফর্মুলা থেকে কি বের হয়ে আসবে বাংলাদেশ?

জবাবে টাইগার অধিনায়ক বলেন, লিটনকে ফিজিও দেখছে। মাত্র অনুশীলন শুরু হবে। এখনও ফল আসেনি। অনুশীলনের পর জানা যাবে।

দলের পরিবর্তনের বিষয়ে সরাসরি জবাব না দিলেও ইঙ্গিত দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, অনেক কিছুই হতে পারে। সবার সঙ্গে আলোচনার পরই একটি সিদ্ধান্ত নেয়া হবে।

মাত্র পাঁচ মাস পর বিশ্বকাপ তার আগে ব্যাটিং লাইন আপে ধারাবাহিক পরিবর্তন প্রসঙ্গে জানতে হলে মাশরাফি বলেন, আমাদের ছয়ে বা পাঁচে বিশ্বকাপ পর্যন্ত সেট ব্যাটসম্যান আছে। আমরা চাইলে তিন নম্বরে সাকিবকেও খেলাতে পারি। সেখানের রান করছিলও সাকিবও। আমরা তিন নম্বরে একজন খুঁজছিলাম। কারণ সাকিব পাঁচে ব্যাট করলে আমাদের জন্য সুবিধা হয়। এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সিরিজে রান করার জন্য তিন নম্বরে একটি জায়গা তৈরি হয়। আমার বিশ্বকাপের আগে আমরা কোনো নেতিবাচক কিছুতে যাচ্ছি না। সাকিব যেকোনো জায়গায় খেলতে পারে কারণ মানসিকভাবে সে সবচেয়ে সেরা। মিথুন তো পাঁচ-ছয়ে আছেই।



আপনার মূল্যবান মতামত দিন: