odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় প্রিয়াটিউটোরিয়ালের সাফল্য

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৮:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৮:২০

আর কে আকাশ : পাবনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাবনা জেলা স্কুলে ২০১৮ সালের ভর্তি পরীক্ষায় প্রিয়া টিউটোরিয়াল থেকে অংশগ্রহণকারী ৭২জন শিক্ষার্থীদের মধ্যে ৪২জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় শহরের  সাগর সংলগ্ন প্রিয়া টিউটোরিয়ালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্যকালে প্রিয়া টিউটোরিয়ালের পরিচালক আইরিন পারভীন জানান,
আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করিনি, শিক্ষার্থীদের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ ও শিক্ষার মাধ্যমে পাঠদানের চেষ্টা করেছি।
প্রতিষ্ঠানের উপদেস্টা মো. আব্দুল মোতালেব বলেন, এ অবিস্মরণীয় ফলাফলে আমরা আনন্দিত। তিনি শিক্ষার্থীদের আগামীদিনের পরীক্ষাগুলোতে আরো ভালো ফলাফল করার
আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই সাফল্য শুধুমাত্র আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের যত্নের কারণে সম্ভব হয়েছে।
অনুষ্ঠান সঞ্চলনা করেন আবুল কালাম আজাদ। এসময় এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, মো. খালেদ হোসেন, মো. রানা, মো. জাহিদ হোসেন, প্রিন্সসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: