odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হাশিম আমলার চোখে ‘বিশ্বসেরা’ বোলার নিষিদ্ধ হওয়া এক পাকিস্তানি পেসার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ January ২০১৯ ১১:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ January ২০১৯ ১১:০৮

খেলা ডেস্ক:
হাশিম আমলাকে জীবন্ত কিংবদন্তী বলা যেতেই পারে। টেস্ট-ওয়ানডে মিলিয়ে যার নামের পাশে ৫৫টি সেঞ্চুরি তাকে জীবন্ত কিংবদন্তী না বললেই বোধহয় পাপ হবে। তার বর্তমান এবং অতীত পারফর্ম কতটা ধারাবাহিক তা সকলেরই জানা।
 
আর এই জীবন্ত কিংবদন্তী ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বোলারকেই মোকাবেলা করেছেন। কিন্তু তার চোখে সেরা ফাস্ট বোলার পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ।

সম্প্রতি স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে আমলা জানান, ‘আমি জানি সে নিষিদ্ধ হয়েছে স্পট ফিক্সিংয়ের জন্য। তবে এখন পর্যন্ত আমার মোকাবেলা করা সেরা ফাস্ট বোলার সে। তাঁর গতি বেশি ছিল না। ১৩৫ গতিতে বল করতেন। তবে তাঁর একুরেসি ছিল অসাধারণ।’

ফিক্সিং কান্ডে জড়িয়ে লম্বা সময় নিষেধাজ্ঞা ভোগ করেছেন আসিফ। সেই সঙ্গে জেলেও ছিলেন অনেকদিন। নিষেধাজ্ঞা উঠে গেলেও তাঁর জাতীয় দলে আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

কারণ তাঁর বয়স এখন ৩৩। এদিকে, আমলা জানিয়েছেন, সারা পৃথিবী জুড়ে অনেক ক্রিকেটারের সাথেই দেখা হয়েছে। তাদের অনেকেই বলেছেন আসিফের জাদুকরি বোলিংয়ের কথা।

‘যথেষ্ঠ মজার বিষয় হচ্ছে অনেক বছর চলে গেছে। অনেক ক্রিকেটারের সাথে দেখা হয়েছে দেশে এবং সারা পৃথিবী জুড়ে। অনেকেই একই কথা বলেছে। আসিফ বল হাতে জাদুকর ছিল।’



আপনার মূল্যবান মতামত দিন: