odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মাদক মোকাবেলায় যুব সমাজের দায়িত্ব বেশী বললেন এমিলি

খেলাধুলায় অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ April ২০১৯ ০০:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ April ২০১৯ ০০:০১

 

খেলাধুলায় অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বুধবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। একজন ভালমানের খেলোয়াড়ই পারে পরিবার ও সমাজের তথা দেশের মান রক্ষা করতে। তার ভাল খেলার কারণে সে ও সমাজে খুব সম্মানের পাত্র হয়। একজন ভাল খেলোয়াড় আমাদের দেশের গৌরব। তাই মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে হবে।’

রাজিয়া খলিরুর রহমান ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান মৃধা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রীনা ইসলাম, এবা গ্রুপ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান শিপন মৃধা প্রমুখ।

পুরো টুর্নামেন্টে ৫টি মাদরাসা ও ১১টি  উচ্চ বিদ্যালয় মোট ১৬ দল অংশ নেয়। ফাইনাল খেলায় সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে লৌহজং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

 
 


আপনার মূল্যবান মতামত দিন: