odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফিরিয়ে আনা হবে সাকিবকে

Akbar | প্রকাশিত: ৭ April ২০১৯ ১১:২৪

Akbar
প্রকাশিত: ৭ April ২০১৯ ১১:২৪

ক্রীড়া:সামনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এরইমধ্যে দলে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্ষসেরা সংগঠকের পুরস্কার নিয়ে পাপন বলেন, যেকোনো স্বীকৃতি আনন্দের। সেটা দেশের প্রাচীনতম সংগঠনের হলে তো কথায় নেই। অবশ্যই আলাদা মর্যাদা বহন করে। এ অনুষ্ঠানেই সাকিব আল হাসানকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন তিনি।

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। সেরে উঠে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। বিশ্বকাপের আগে তার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ভালোভাবে দেখছেন না বিসিবি বস। আবার সানরাইজার্সের ফরমেশনের কারণে একাদশে সুযোগও পাচ্ছেন না।

ম্যাচ খেলতে না পাওয়ার কারণে সাকিবকে কী দেশে ফিরিয়ে আনা হবে? জবাবে পাপন বলেন, বিশ্বকাপের আগে তাকে টি-টোয়েন্টি খেলতে দিতে আমরা রাজি ছিলাম না। ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া। এখন সে যদি ম্যাচই খেলতে না পায় তাহলে সেখানে রেখে লাভ কী? জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ওকে দেশে ফিরিয়ে আনা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: