odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পেছালো দুই বোর্ডের এইচএসসি পরীক্ষা

Akbar | প্রকাশিত: ২৮ April ২০১৯ ১৯:০১

Akbar
প্রকাশিত: ২৮ April ২০১৯ ১৯:০১

ঢাকা,২৮ এপ্রিল(অধিকারপত্র):প্রশ্নের ভুল খাম কেটে ফেলার কারণে পিছিয়ে দেয়া হয়েছে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের সোমবারের পরীক্ষা। এ দুই বোর্ডের ২৯ এপ্রিল সকালে নির্ধারিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষাটি ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রোববার অনুষ্ঠিত হয়েছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র পরীক্ষা। কিন্তু ফরিদপুরের আলফাডঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ১ম পত্রের পরিবর্তে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্নের ফয়েল খাম কেটে ফেলেন শিক্ষকরা। অপরদিকে খুলনার পাইকগাছা উপজেলার কলিপমুনি-২১৭ কেন্দ্রেও একই ঘটনা ঘটে। এ কারণে দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্রের পরীক্ষাটি নতুন প্রশ্নপত্রে নিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়, ২৯ এপ্রিলের নির্ধারিত অন্যান্য পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: