odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাবনায় সায়মা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

gazi anwar | প্রকাশিত: ১৪ July ২০১৯ ০৬:৩৬

gazi anwar
প্রকাশিত: ১৪ July ২০১৯ ০৬:৩৬


পাবনায় সায়মা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

আর কে আকাশ,

: শিশু সামিয়া আফরিন সায়মার উপর পাশবিক অত্যাচার ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনার পূর্বরাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কোমলমতি শিশুরা ধর্ষণের শাস্তি মৃত্যুদ-ের দাবি জানায়। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম বলেন, এ ধরনের কর্মকা- যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। ধর্ষণের ঘটনা ঘটার অল্পসময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রধান শিক্ষক নাসরীন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সেলিনা আকতার, মারুফ হায়দার নয়ন প্রমূখ। বক্তারা এমন পৈশাচিক ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকা- কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকুক।
মানববন্ধনে হৃদয়ে পাবনার আহ্বায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সহকারী শিক্ষিকা তানজিলা নাজনীন, সালমা খাতুন, আফসানা সুলতানা, তাহসিনা আকতার, প্রণতি দত্ত, শামীমা নাসরিন, ফারহানা আফরোজ, শাকীরুন নাহার, রাবেয়া খাতুন, শাপলা খাতুন, সুরভী জাহানসহ প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: