odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মোটরসাইকেল না পাওয়ায় বিয়ের ২৪ ঘণ্টা পর স্ত্রীকে তালাক

odhikar patra | প্রকাশিত: ১৮ July ২০১৯ ১৫:৩৯

odhikar patra
প্রকাশিত: ১৮ July ২০১৯ ১৫:৩৯

 

 

যৌতুক বাবদ বরকে নতুন মোটরসাইকেল দিতে পারেনি কনের পরিবার। এই কারণে বিয়ে করার ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক দিয়েছেন এক বর। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে।

খবরে বলা হয়েছে, অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ওই অঞ্চলের পুলিশ। পাত্র ও তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছেন।

ওই কনের বাবা থানায় লিখিত অভিযোগে জানান, যৌতুকের তালিকা অনুযায়ী সবকিছুই মিটিয়েছেন বরপক্ষের। শুধু বাকি ছিল মোটরসাইকেল।

তিনি আরো জানান, একটু সামলে নিয়ে, পরে মোটরসাইকেল কিনে দেবেন বলে পাত্রপক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, পাত্রের এতে মন গলেনি। তাই বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেয়েকে তিন তালাক দেন।



আপনার মূল্যবান মতামত দিন: