odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শিশু বায়েজিদকে ফিরে পেলো তার বাবা মা, ফিরিয়ে দিয়ে কনষ্টেবলের আবেগঘন স্টেটাস

odhikar patra | প্রকাশিত: ১৯ July ২০১৯ ১৬:০৩

odhikar patra
প্রকাশিত: ১৯ July ২০১৯ ১৬:০৩

শিশু বায়েজিদকে ফিরে পেলো তার বাবা মা,
ফিরিয়ে দিয়ে কনষ্টেবলের আবেগঘন
স্টেটাস
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
গত বুধবার (১৭ই জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিরাজদিখান উপজেলার
কুচিয়ামোড়া টেম্পু স্ট্যান্ড থেকে স্থানীয় লোকজন বায়েজিদ (৯) নামে
হারিয়ে যাওয়া এক শিশুকে পেয়ে সিরাজদিখান থানায় খবর দিলে
সিরাজদিখান থানার এস,আই আশরাফুল আলম শিশু বায়েজিদকে থানায়
নিয়ে এসে পুলিশ হেফাজতে রাখেন। পরদিন ১৮ই জুলাই সকাল ৯টার দিকে
সন্ধান পেয়ে শিশুটির পিতা মাতা থানায় হাজির হলে সিরাজদিখান থানা
পুলিশ শিশুটিকে তার পিতার মাতার কাছে তুলে দেন। শিশুটিকে ফিরিয়ে
দেয়ার পর সিরাজদিখান থানায় কর্মরত কনস্টেবল মোঃ ফরহাদ হোসেন তার
ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে ওই শিশুটিকে জড়িয়ে ধরে ছবি তুলে পোষ্ট
করে লিখেন, অবশেষে আপনাদের সকলের অক্লান্ত প্রচেস্টার ফল স্বরূপ সেই
হারানো শিশু বাইজিদের খোজ পেলেন তার বাবা মা এবং তার অতী আদরের
ছোট ভাই রাব্বি। আপনারা যখন আমার নাম্বারে যোগাযোগ করেছেন,
একের পর এক কল আসতে শুরু করলো আমার ফোনে, তখনই আমার মনে প্রানে
বিশ্বাস স্থাপন করেছে হয়তো খুব শীঘ্রই সেই হারানো শিশু বাইজিদের
বাবা আমাকে কল করে বলবে ভাই আমিই বাইজিদের বাবা। ঠিক তাই হলো
প্রথমে কল করলেন আমখোলা ইউনিয়নের গ্রাম পুলিশ তার সাথে কথা বলার
কিছুক্ষণের মধ্যেই কল করলেন বাইজিদের বাবা মনির হোসেন। গ্রাম পুলিশ
ভাই সত্যি একজন সুপার হিউম্যান আল্লাহ তায়ালা তার সুস্থ্যতা এবং
দীর্ঘআয়ু দান করুন। যখন আমি বল্লাম বাইজিদ তোমার বাবা কল করছে
তখন ওর চোখের অনুভূতি ছিল সত্যি একেবারেই আলাদা,,,,।



আপনার মূল্যবান মতামত দিন: