odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মুুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের ৩ টি ভবন ধস

odhikar patra | প্রকাশিত: ৭ August ২০১৯ ০১:২৫

odhikar patra
প্রকাশিত: ৭ August ২০১৯ ০১:২৫

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুুন্সীগঞ্জের সরকারী হরগঙ্গা কলেজের ৩ টি ভবন ধসে পরার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪ টার দিকে কলেজটির রোভার,একাদশ শ্রেণীর ক্লাস রুম ও কলেজটির দ্বিতীয় তলা বিশিষ্ট ১৯৩১ সালের নির্মিত ঐতিহ্যবাহী মূল ভবনের একটি অংশ ধসে পড়ে। তবে এঘটনায় কোন হতাতের খবর পাওয়া যায়নি। ভবন ধসে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ধসে পড়া এলাকা নিয়ন্ত্রনে নেয়।

জানাগেছে কলেজটির ধসে পড়া ৩ টি ভবন পুকুর পাড়ে অবস্থিত ছিলো। বিগত কয়েকদির যাবত পাশবর্তী জেলা স্টেডিয়ামে সংস্কার কাজে ড্রেজিং করে বালু ভরাট চলছিলো। এসময় ড্রেজিংয়ের পানির প্রেশারেপুকুরটির পাশের রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তের মধ্যে অতিরিক্ত পানি প্রবেশের কারনে ভবনের নিচের মাটি সরে গেলে ভবন ৩ টি ধসে পড়ে।

কলেজটির উপাধক্ষ্য প্রফেসর নাসিমা আহম্মেদ বলেন, হঠাৎ করেই ভবন ৩টি ধসে পড়ে। তবে ভবন ধসের সময় ভবন গুলোতে কেউ ছিলোনা। দূর্ঘটনা এড়াতে কলেজের সকল ছাত্র-ছাত্রীদের নিরাপদ দুরুত্বে সরিয়ে নেয়া হয়েছে। ভবন ধসে বিষয়য়ে তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: