odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
সিদ্ধান্ত নিয়েছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে

odhikar patra | প্রকাশিত: ২২ August ২০১৯ ০০:৪২

odhikar patra
প্রকাশিত: ২২ August ২০১৯ ০০:৪২

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০২০-২১ সেশন থেকে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আগামী বছর থেকে কোনো ধরনের মাদকাসক্ত শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে না। তাই ২০২০-২১ সেশন থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্টেও উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্যতা নিশ্চিত করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান প্রমুখ



আপনার মূল্যবান মতামত দিন: