odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বলিভিয়ায় আগুনে ১ কোটি ২০ লাখ হেক্টর ভূমি ধ্বংস

odhikar patra | প্রকাশিত: ২৯ August ২০১৯ ১৯:১৫

odhikar patra
প্রকাশিত: ২৯ August ২০১৯ ১৯:১৫

 

 ২৯ আগস্ট, ২০১৯ বৃহস্পতিবার  : বলিভিয়ায় চলতি বছর আগুনে ১ কোটি ২০ লাখ হেক্টর বনভূমি ও তৃণভূমি ধ্বংস হয়েছে। দেশটির সরকার বুধবার একথা জানায়। কিন্তু পরিবেশবিদরা বলেছে, এর পরিমাণ আরো বেশি।
আমাজন রেইন ফরেস্টের বলিভিয়ান অংশে আগুনের কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধে সরকারি পদক্ষেপ নেয়ার লক্ষ্যে সোমবার দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস তার নির্বাচনী প্রচারণা বাতিলের পর এ তথ্য প্রকাশ করা হয়।
বনভূমি ধ্বংস রোধে পদক্ষেপ নেয়ার ব্যর্থতা এবং নীতির কারণে মোরালেসকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
দ্য ফ্রেন্ডস অব নেচার ফাউন্ডেশন এনজিও বলছে, চলতি বছর আগুনে বলিভিয়ার এক কোটি ৮০ লাখ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে।
সাম্প্রতিক সময়ে বলিভিয়ার বনের পরিমান ক্রমে কমে আসছে। দেশটিতে ২০০৫ সালে বনভূমির পরিমাণ ছিল চারকোটি ৭৩ লাখ হেক্টর যা ২০১৭ সালে এসে দাঁড়ায় চারকোটি ৩৮ লাখ হেক্টরে। গত মে মাস থেকে আমাজন রেইনফরেস্ট দাবানলে পুড়ছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট এ আগুনের জন্যে শুকনো আবহাওয়া ও ঝোড়ো বাতাসকে দায়ী করেছেন।
এদিকে জাতিসংঘের কাছে করা অঙ্গীকার অনুযায়ী মোরোলেসের সরকার আগামী ২০৩০ সাল নাগাদ সাড়ে চার কোটি হেক্টর এলাকায় বনায়নের পরিকল্পনা করেছে। কিন্তু পরিবেশ কর্মী মেরিলে কটিন বলেন, গত তিন বছরে ৫০ হাজার হেক্টর ভূমিও বনায়িত হয়নি।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: