odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ক্ষতিগ্রস্ত ভয়ংকর ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে ১৩ হাজার বাড়িঘর : রেডক্রস

odhikar patra | প্রকাশিত: ২ September ২০১৯ ১৮:২৫

odhikar patra
প্রকাশিত: ২ September ২০১৯ ১৮:২৫

 

 

জেনেভা, ২ সেপ্টেম্বর, ২০১৯ : ভয়ংকর ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জ। সোমবার রেডক্রস একথা জানিয়ে বলেছে, সেখানে ১৩ হাজার বাড়িঘর হয় ক্ষতিগ্রস্ত না হয় ধ্বংস হয়ে গেছে।
জেনেভায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেডক্রিসেন্ট সোসাইটির ইর্মাজেন্সি অপারেশন সেন্টারের প্রধান সুনে বুলোউ বলেন, পুরো চিত্র এখনও আমাদের হাতে আসেনি। কিন্তু এটি স্পষ্ট ডোরিয়ানের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার পাঁচ মাত্রার এই ঘূর্ণিঝড় বাহামায় আঘাত হানে। মারাত্মক এই ঝড়ে বাহামা লন্ডভ- হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কারণ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগেই লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।
তবে রেডক্রস ১৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে থাকতে পারে বলে দাবি করেছে।
রেডক্রস বলেছে, তারা দুর্যোগ পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলায় এবং ৫ শ’ পরিবারকে জরুরি আশ্রয় সহায়তা দিতে তাদের জরুরি দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫২ হাজার ডলার অর্থ প্রদান করেছে।
এছাড়া রেডক্রসের শত শত স্বেচ্ছাসেবক, জরুরি প্রয়োজনে গাড়ি এবং ত্রাণ বোঝাই ৩০টি ট্রাক দুর্যোগ কবলিত এলাকায় পাঠানো হচ্ছে।

(বাসস ডেস্ক)



আপনার মূল্যবান মতামত দিন: