odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে বাহামাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে

odhikar patra | প্রকাশিত: ৭ September ২০১৯ ১৪:১৪

odhikar patra
প্রকাশিত: ৭ September ২০১৯ ১৪:১৪

 

 

ম্যাস হারবার (বাহামাস), ৭ সেপ্টেম্বর, ২০১৯ : বাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে ।
স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডস’র বরাত দিয়ে সিএনএন এবং বাহামাস নিউজ পেপার দ্য ট্রিবিউন মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জনে এ উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বাহামাস প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও তবে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছে।
জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন,ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্থ বাহামা ও এ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশী লোক বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।
কর্মকর্তারা বলেছেন ,সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে,এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা ধারণা করছেন ।

(বাসস)



আপনার মূল্যবান মতামত দিন: