odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বগুড়ার শেরপুরে বৃক্ষ রোপন ও সততা ষ্টোর উদ্বোধন

odhikar patra | প্রকাশিত: ৭ September ২০১৯ ১৯:০৯

odhikar patra
প্রকাশিত: ৭ September ২০১৯ ১৯:০৯


শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে সততার আলো ছড়িয়ে দিতে বগুড়া শেরপুরে উপজেলা উলিপুর আমেরিয়া
সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। শনিবার ৭
সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায়
নিজস্ব অর্থায়নে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে সততার শিক্ষা দিতে
বিক্রেতাবিহনি ব্যবসা প্রতিষ্ঠান সততা ষ্টোর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা
নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক,
সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বাড়ী ডাবলু। প্রধান অতিথি
বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে
নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এ সময় মাদ্রাসা
প্রাঙ্গনে বৃক্ষরোপনও করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি,
শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: