odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ক্যামেরুনের ৬ সৈন্য নিহত বোকো হারামের হামলায়

odhikar patra | প্রকাশিত: ১৬ September ২০১৯ ১৫:২৫

odhikar patra
প্রকাশিত: ১৬ September ২০১৯ ১৫:২৫

 

ইয়াউন্ড, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ সোমবার : ক্যামেরুনের একেবারে উত্তরাঞ্চলে শুক্রবার বোকো হারাম জিহাদিদের হামলায় দেশটির ছয় সৈন্য নিহত হয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা এএফপি’কে বলেন, লেক শাদ অঞ্চলে ফোটোকোলের কাছে সৌয়িরামে একটি সামরিক ফাঁড়িতে সশস্ত্র জিহাদিদের চালানো হামলায় আরো নয় সৈন্য আহত হয়েছে।
কর্মকর্তাদের একজন এএফপি’কে বলেন, হামলা চলাকালে সেখানেই পাঁচ সৈন্য নিহত হয় এবং রোববার আহত অপরজন মারা গেছে। অপর কর্মকর্তা নিহতের সংখ্যার খবর নিশ্চিত করেছেন।
গোলযোগপূর্ণ লেক শাদ অঞ্চলের নাইজেরিয়া সীমান্তের খুবই কাছে সৌয়িরাম অবস্থিত।
গত ১০ জুন একই অঞ্চলে এক হামলায় ক্যামেরুনের ১৭ সৈন্য নিহত হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে শুরু করা জিহাদিদের হামলায় এ পর্যন্ত ২৭ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এতে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। প্রতিবেশি বিভিন্ন দেশও জিহাদিদের হামলার শিকার হয়েছে

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: