odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর ব্যাপক আয়োজনে উদযাপিত হচ্ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ October ২০১৯ ১৮:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ October ২০১৯ ১৮:৩৪

 

বেইজিং, ১ অক্টোবর, মঙ্গলবার  : চীনে আজ মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ক্ষমতা নেয়ার ৭০ বছর পূর্তি, দেশটিতে দিনটি ব্যাপক আয়োজনে উদযাপিত হচ্ছে।
এদিকে দিনটিকে কেন্দ্র করে হংকংয়েও তুমুল বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
বেইজিং কর্তৃপক্ষ দিনটি উপলক্ষে কড়া নিরাপত্তার অংশ হিসেবে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ, সড়ক ও বার বন্ধের নির্দেশ দিয়েছে।
চীনে মাও সেতুং ১৯৪৯ সালের ১ অক্টোবর পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করেন। যুদ্ধের ক্ষতে মোড়ানো চীন তখন দারিদ্র্যের সাথে লড়ছে। কিন্তু বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী নেতা শি জিনপিং। সোমবার সন্ধ্যায় এক বক্তব্যে তিনি বলেন, ‘একতাই শক্তি। একতাই দৃঢ়তার উৎস।’
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিয়েনআনমেন স্কোয়ারে দেশটির সামরিক বাহিনী বড়ো ধরণের মহড়ার আয়োজন করেছে। এ মহড়ায় ট্যাংক, ক্ষেপণাস্ত্র, সামরিক বিমান অংশ নিচ্ছে। চীন তার সামরিক শক্তি প্রদর্শনের জন্যে আগে থেকেই এই উচ্চাভিলাষী মহড়ার কথা ঘোষণা করেছে। এতে ১৫ হাজার সেনা, ১৬০টি ফাইটার জেট, ৫৮০টি ট্যাংকারসহ অন্য এমন কিছু অস্ত্রের প্রদর্শন করা হচ্ছে যা আগে কখনও প্রকাশ্যে দেখানো হয়নি। এর মধ্যে হাইপারসনিক ড্রোন এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
বিশ্লেষকরা বলেছেন, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পেছনে শি জিনপিংয়ের জন্যে অপেক্ষা করছে বড়ো ধরণের কিছু চ্যালেঞ্জও। দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি হংকংয়ের চলমান আন্দোলন ও বিক্ষোভ অন্যতম।
চীনের দিনটি উপলক্ষে হংকংয়ের স্বাধীনতাকামী আন্দোলন আরো তীব্র ও বেগবান হয়েছে। বিক্ষোভকারীরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
হংকং পুলিশ বলেছে, তারা নগরীজুড়ে সহিংসতার আশংকা করছেন। তারা বলেছেন, বিক্ষোভ ভয়ংকর রূপ নিতে পারে। কারণ মুখোশধারী বিক্ষোভকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
কিন্তু সোমবারের বক্তব্যে শি দৃঢ়তার সাথে এক দেশ, দুই নীতির পরিপূর্ন বাস্তবায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: