odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ট্রুডোর দল কানাডায় নির্বাচনে জয় পেল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ October ২০১৯ ২১:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ October ২০১৯ ২১:০৮

 

অটোয়া, ২২ অক্টোবর, ২০১৯ মঙ্গলবার : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি সোমবার অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে জয় পেয়েছে। তবে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে একটি দূর্বল সংখ্যালঘু সরকার গঠন করতে হবে।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, ৩৩৮টি আসনে লিবারেল পার্টি ১৫৭টিতে জয় পেয়েছে। অপরদিকে প্রধান বিরোধী এন্ড্রু শচেরের রক্ষণশীল দল পেয়েছে ১২১টি আসনে জয়।
যত দ্রুত সম্ভব মঙ্গলবারই ট্রুডোকে ছোট ছোট দলগুলোর সাথে জোট সরকার গঠন করতে হবে।
সাবেক স্কুল শিক্ষক ট্রুডো (৪৭) তার শাসন ক্ষমতার প্রথম চার বছরে কানাডার রাজনীতি বেশ প্রভাব বিস্তার করেছিলেন। কিন্তু নির্বাচনী প্রচারণার ৪০ দিনে ট্রুডোকে অনেক বাধা মোকাবেলা করতে হয়েছে। যাকে কানাডার রাজনৈতিক ইতিহাসে ন্যাক্কারজনক বলে বর্ণনা করা হচ্ছে।
ইঞ্জিনিয়ারিং জায়ান্ট এসএনসি-লাভালিনের ঘুষের মামলার ব্যাপারে শক্ত হতে না পারায় নৈতিক ক্ষলনজনিত কারণে ট্রুডো বেশ সমালোচনার মুখে পড়েন এবং তার চমৎকার ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়।



আপনার মূল্যবান মতামত দিন: