odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভারত সমতায় বাংলাদেশকে হারিয়ে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ November ২০১৯ ০০:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ November ২০১৯ ০০:০৫

 

বাংলাদেশকে হারিয়ে সমতায় ভারত
ছবি: সংগৃহীত
 
 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে দারুণভাবেই জিতেছিল বাংলাদেশ। রাজকোটে এসে সেই প্রতিশোধ সুদে-আসলে নিলো ভারত। টাইগারদের উড়িয়ে সমতায় ফিরলো রোহিত শর্মার দল। তবে আজকের ম্যাচে যার কথা সবচেয়ে বেশি আসে তিনি হলেন রোহিত।

মূলত তার ব্যাটিং ঝড়েই ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা টানে ভারত। ফলে ম্যান অব দ্যা ম্যাচও হন ভারতের অধিনায়ক।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান।

 

এই সহজ টার্গেটে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত ও ধাওয়ান। সাজঘরে ফেরার আগে বাংলাদেশর বোলারদের যেন তুলোধুনো করে ছাড়েন অধিনায়ক। ছোক্কা-চারে তিনি করেছেন ৪৩ বলে ৮৫ রান। সবশেষ আমিনুল ইসলামের বলে সাজঘরের পথ ধরেন তিনি। তবে যাওয়ার আগে যা করার তাই করেছেন তিনি।

রোহিত ফেরার আগে ৩১ রান করে আমিনুলের বলে আউট হন ধাওয়ান। ১১৮ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়। এরপর মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। তার বিদায়ের পর শ্রেয়াস আইয়ারের অপরাজিত ২৪ রানে ২৬ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ভারত



আপনার মূল্যবান মতামত দিন: