odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশের চেয়ে ভালো করতে চান সিরিজ নির্ধারণী ম্যাচে রোহিত

odhikar patra | প্রকাশিত: ১০ November ২০১৯ ১৬:২৩

odhikar patra
প্রকাশিত: ১০ November ২০১৯ ১৬:২৩

দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর ফেভারিটের তকমা নিতে রাজি নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে জয়ে সিরিজে সমতা আনে ভারত। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের চাইতে ভালো পারফরমেন্স করতে উদগ্রীব রোহিত। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে ফেভারিটের তকমা কোন কাজে দেয় না। তাই গুরুত্বপূর্ণ দিনে প্রতিপক্ষের চেয়ে ভালো করতে পারাটা জরুরি। আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। ভালো খেললেই ম্যাচ জয় সম্ভব, ফেভারিটের তকমা দিয়ে নয়।’
বাংলাদেশের প্রশংসা করে রোহিত বলেন, ‘প্রথম দিন বাংলাদেশ ভালো করেছে, তাই তারা ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করেছি, তাই আমরা জিতেছি। গুরুত্বপূর্ণ দিনে প্রতিপক্ষের চেয়ে আমাদের ভালো করতে হবে। এটি আমরা বিশ্বাস করি এবং এটিই আমাদের আলোচনার প্রধান বিষয়।’
দেশের মাটিতে কখনো টি-২০ সিরিজ হারেনি ভারত। যদি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারে ভারত, তবে সেই রেকর্ড অক্ষুন্ন থাকবে।
স্লো উইকেটে কেমন পারদর্শী, সেই সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। তাই দিল্লিতে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিং উইকেটে হতাশ করে বাংলাদেশ। ৮ উইকেটের হার হজম করে টাইগাররা।
তাই নাগপুরে তৃতীয় ম্যাচে উইকেট অনেক বড় ফ্যাক্টর হবে। যদি আবারো স্লো পিচ হয়, তবে বাংলাদেশ সুবিধা পাবে এটি ভালো জানে ভারত। তবে পিচ নিয়ে চিন্তা নেই ভারত অধিনায়ক রোহিতের। খেলোয়াড়দের সামর্থ্য ও দক্ষতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘আমি এখনো উইকেট দেখিনি। তবে ক্রিকেট ম্যাচের জন্য খুবই ভালো ট্রাক নাগপুর। তবে সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররা সহায়তা পাবে।
রাজকোটের পিচও বোলিং সহায়ক ছিল। আমাদের স্পিনাররা সেখানে ভালো টার্ন পেয়েছে। টি-২০তে দক্ষতা ও সামর্থ্য দরকার এবং শেষ ম্যাচে আমরা প্রদর্শন করেছি। তারা ঐ ম্যাচে যেভাবে শুরু করেছিলো, তাদের ১৫৩ রানের মধ্যে আটকে রাখতে পারাটা দুর্দান্তই ছিলো। আমাদের দলে ভাল মানের স্পিনার রয়েছে যারা ইনিংসের মাঝের ওভারগুলোতে রানের গতি টেনে ধরতে পারে। যদি নিজের দক্ষতা ও সামর্থ্য থাকে তবে পিচ কোন ভূমিকা রাখে না।’



আপনার মূল্যবান মতামত দিন: