odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শাবি দেশের প্রথম সর্বাধুনিক নেটওয়ার্কের আওতায়

odhikar patra | প্রকাশিত: ১১ November ২০১৯ ১৮:০০

odhikar patra
প্রকাশিত: ১১ November ২০১৯ ১৮:০০

বিশ্ববিদ্যালয়ের আইটি ম্যানেজার মো. এএসএম খায়রুল আক্তার চৌধুরী, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায়  জানান ইন্টারনেট ভিত্তিক আইপি এ্যাড্রেসের সর্বাধুনিক ভার্সন IPv6 এ দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয় হিসেবে সংযুক্ত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি)। 

এসময় তিনি বলেন, এ সিস্টেমে যুক্ত হওয়ার ফলে Linkedin, Google, Twitter সহ বিভিন্ন বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান যারা IPv6 সিস্টেম ব্যবহার করে, সেসকল সাইটগুলো অনেকবেশী গতিতে ব্যবহার করা যাবে। যেসকল গবেষণার ক্ষেত্রে IPv6 প্রয়োজন সেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খুব সহজে করতে পারবে। IPv4 native হয়ে NAT হয় কিন্তু IPv6 এ native হয়ে NAT হয় না।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইসিটির ভারপ্রাপ্ত ডিরেক্টর অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ডাটা সেন্টার অপারেসন্স ম্যানেজার মো. আব্দুল আউয়াল, রয়েল গ্রীন লিমিটেডের আইপি ম্যানেজার ও কোর অপারেসন্স নজরুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: