odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বলিভিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের অভ্যুত্থানের নিন্দা মোরালেসের

odhikar patra | প্রকাশিত: ১৩ November ২০১৯ ১৭:১০

odhikar patra
প্রকাশিত: ১৩ November ২০১৯ ১৭:১০

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস সম্প্রতি তার দেশে ঘটে যাওয়া পরিস্থিতিকে ‘ইতিহাসের সবচেয়ে গোপন ও চাতুর্যপূর্ণ অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করে মঙ্গলবার এর নিন্দা জানিয়েছেন।
সিনেটের ডেপুটি স্পীকার জেনিন আনেজ নিজেকে দেশটির নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর তিনি টুইটারে এমন মন্তব্য করেন।
পদত্যাগের পর মেক্সিকোতে আশ্রয় নেয়া মোরালেস আনেজকে অভ্যুত্থানে প্ররোচণা দানকারী ডানপন্থী সিনেটর হিসেবে বর্ণনা করেন।
মোরালেস, তার ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেসের উভয় কক্ষের নেতার পদত্যাগের পর আনেজ(৫২) অন্তবর্তী প্রেসিডেন্ট হওয়ার উদ্যোগ নেন। মঙ্গলবার ব্যর্থ কংগ্রেসীয় বৈঠক শেষে তিনি নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন এবং শিগগিরই নতুন নির্বাচন দেয়ার কথা বলেন।
নির্বাচনে অনিয়মের অভিযোগে বলিভিয়ায় গত তিন সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলছিল। এর প্রেক্ষাপটে সেনাবাহিনী ও পুলিশ তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর রোববার মোরালেস টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। এ ঘোষণার পর পরই রাজধানী লা পাজের রাস্তায় জনগণ আতশবাজি পুড়িয়ে এবং দেশটির লাল, হলুদ ও সবুজ পতাকা উড়িয়ে আনন্দ-উল্লাস করে।
নির্বাচনে প্রধান বিরোধী প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা বলেন, ‘বলিভিয়ানরা বিশ্বকে একটি শিক্ষা দিল। আগামীকাল বলিভিয়া হবে একটি নতুন দেশ।’
তবে মোরালেসের দীর্ঘদিনের মিত্ররা একে ক্যু হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: