odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বর্ণবাদের শিকার আর্চার

odhikar patra | প্রকাশিত: ২৭ November ২০১৯ ০৩:৪৯

odhikar patra
প্রকাশিত: ২৭ November ২০১৯ ০৩:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ‘বর্ণবাদের শিকার’ হয়েছিলেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জফরা আর্চার। দেশের বাইরে প্রথম টেস্ট খেলা ২৪ বছর বয়সি পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সোমবার বে ওভালে তার উদ্দেশে ‘একজন’ এমন মন্তব্য করেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি ইনিংস ও ৬৫ রানে হারে ইংলিশরা, ‘দলের জন্য লড়াই করার সময় অপমানজনক বর্ণবাদী মন্তব্য শুনে কিছুটা বিরক্ত বোধ করছিলাম। সপ্তাহ জুড়ে দর্শকরা ছিল অসাধারণ কেবল ঐ একজন বাদে। বার্মি-আর্মিরা বরাবরের মতো ভালো ছিল।’

এজন্য আর্চারের কাছে ক্ষমা চাওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে এখনো ঐ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে বোর্ডটি। ম্যাচে দুই ইনিংসে ৩৪ রান করার পাশাপাশি একটি উইকেট নেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার।



আপনার মূল্যবান মতামত দিন: