odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বিমান দুর্ঘটনায় কানাডায় ৭ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ November ২০১৯ ০৭:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ November ২০১৯ ০৭:৩২

 

টরেন্টো, ২৯ নভেম্বর, ২০১৯ : কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ আমেরিকান ও ২ কানাডিয়ান নাগরিক নিহত হয়েছেন।
কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি বৃহস্পতিবার একথা জানায়।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিলো।বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পরে অনাটারিও’র কিংসটন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।
ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পুলিশের উদ্ধারকারী যানবাহনসহ ইমার্জেন্সী সার্ভিস এবং সামরিক সদস্যরা উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে বিমানটির দুর্ঘটনা স্থলে পৌঁছে।
টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩ ,১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার ২ নাগরিক বিমানটিতে ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: