odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জুলিয়া রবার্টসের সঙ্গে দেখা মেসি-রোনালদোর

Admin 1 | প্রকাশিত: ২৬ April ২০১৭ ০০:৩৫

Admin 1
প্রকাশিত: ২৬ April ২০১৭ ০০:৩৫

মাত্রই এল ক্লাসিকো শেষ হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদেরা তখনো লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার হতাশা থেকে বের হতে পারেননি। ঠিক সেই সময়েই রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে গিয়ে হাজির জুলিয়া রবার্টস। অস্কারজয়ী হলিউডের এই অভিনেত্রির সান্নিধ্যে রোনালদো-রামোসদের হতাশার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে। বার্সা খেলোয়াড়দের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করতেই হয়তো রবার্টস পা রাখেন তাদের ড্রেসিংরুমেও। তাঁকে কাছে পেয়ে ছবি তোলেন মেসিসহ বার্সার অনেক খেলোয়াড়ই। রবার্টস পরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যান। ঐতিহ্যবাহী মাঠটিতে পা রাখতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেত্রী। রবার্টসের মুখের চওড়া হাসিই বলে দিচ্ছিল বার্নাব্যুর ঘাস মাড়াতে পেরে কতটা রোমাঞ্চিত তিনি।

সূত্র: ফক্স স্পোর্টস



আপনার মূল্যবান মতামত দিন: