ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
Work at home কেক

বউ বানিয়েছে লক ডাউন কেক Work at home

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ মে ২০২০ ০৪:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ মে ২০২০ ০৪:২৮

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম ও জন শক্তি কর্মকর্তা হেদায়েতুল ইসলাম মন্ডলে আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার মিসেস  দিল আফরোজ নাহার ডনি, তার জন্য নিজ হাতে কেক বানিয়েছে লক ডাউন কেক Work at home, হেদায়েতুল ইসলাম,, 

 এই করোনা ভাইসের জন্য সারা দিন অফিসের কাজ বাসায় করে তাই  তার আদলে তৈরী করে এই কেক, যার নাম " লক ডাউন কেক  Work at home"" ।

আলাপকালে হেদায়েতুল ইসলাম বলেন 
আমি সারাদিন বাসায় এভাবেই অফিসের কাজ করি। কেকের ডিজাইনে তুলে ধরা হয়ে।। 

আমাদের অধিকারপএের পক্ষ থেকে হেদায়েতুল ইসলাম মন্ডল কে তার জন্মদিনের শুভেচ্ছা।     



আপনার মূল্যবান মতামত দিন: