ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নতুন পোশাকে ফের ঝড় তুললেন উরফি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২২ ২২:০৯

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২২ ২২:০৯


বিচিত্র সব পোশাকে মাঝেমধ্যেই শিরোনামে চলে আসেন উরফি জাভেদ। নতুন পোশাকে ফের এক বার নেটমাধ্যমে ঝড় তুললেন এই মডেল। এ বার পরনে হালকা ল্যাভেন্ডার রঙের জালের মতো একটি পোশাক।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিতে উরফি ধরা দিয়েছেন গাঢ় লিপস্টিক ও এক রঙা একটি পোশাকে। ল্যাভেন্ডার বিকিনির সঙ্গে গায়ে ছিল একই রঙের কোট। অন্য দিকে, কোমরে জড়িয়েছিলেন স্বচ্ছ ও ফিনফিনে একটি বিশেষ ধরনের পোশাক।

গোটা সাজের এই অংশটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে নেটমাধ্যমে। স্বচ্ছতার জন্য এটিকে কেউ কেউ তুলনা করেছেন মশারির সঙ্গেও। উরফির দাবি ছবি তোলার আগে নিজের রূপটান নিজেই করেছেন তিনি।

উরফির পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন প্রায় এক লক্ষ মানুষ। মন্তব্য করার জায়গায় মতামত দিয়েছেন প্রায় ১৩০০ জন।

আর এই সাজ নিয়ে খোদ উরফির কী বক্তব্য? মডেল নিজেই লিখেছেন সাজটি তাকে স্মৃতিমেদুর করে তুলছে।

উরফির পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন প্রায় এক লক্ষ মানুষ। মন্তব্য করার জায়গায় মতামত দিয়েছেন প্রায় ১৩০০ জন।

আর এই সাজ নিয়ে খোদ উরফির কী বক্তব্য? মডেল নিজেই লিখেছেন সাজটি তাকে স্মৃতিমেদুর করে তুলছে। সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন: