
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময়সূচি ঘোষণা করে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই দিন হল ইউনিয়ন নির্বাচনও অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন শুধু নেতৃত্ব গড়ে তোলাই নয়, বরং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার নতুন অধ্যায় সূচনা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে
আপনার মূল্যবান মতামত দিন: