odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th November 2025, ২৯th November ২০২৫
চট্টগ্রাম কদমতলীতে কম্বল–কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে কম্বলের গোডাউনে ভয়াবহ আগুন — ৩ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:৪০

চট্টগ্রাম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় চারতলা ভবনের ওপরের তলায় অবস্থিত কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে শুরু হওয়া আগুন তিন ঘণ্টা পর বিকাল ৪টায় নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

দোকান মালিক ও ব্যবসায়ীরা জানান, ভবনের সব গোডাউন বন্ধ ছিল। হঠাৎ ওপরের তলা থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা খবর দেন। গোডাউনের ভেতরে দাহ্য কেমিক্যাল ও শীতবস্ত্র থাকা থাকায় আগুন দ্রুত পুরো তলায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক **মো. জসিম উদ্দিন** জানান,

 “দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ঠিক কী কারণে আগুন লেগেছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

আগুনে কম্বল, সোয়েটারসহ বিপুল পরিমাণ পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

চট্টগ্রামের কদমতলী এলাকায় কম্বল ও কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতি তদন্তাধীন।

চট্টগ্রামে কম্বলের গোডাউনে ভয়াবহ আগুন — ৩ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে



আপনার মূল্যবান মতামত দিন: