odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th November 2025, ২৯th November ২০২৫

এক ম্যাচে ১৭ লাল কার্ড, কোপা বলিভিয়ায়ার কোয়ার্টার-ফাইনালে চাঞ্চল্য

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৫ ২১:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৫ ২১:৩৫

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস): বলিভিয়ার বার্ষিক কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়ার কোয়ার্টার-ফাইনালে চমকপ্রদ ও বিরল ঘটনা ঘটেছে। জেসুস বারমুদেজ স্টেডিয়ামে ব্লুমিং ও রিয়াল অরুরোর মধ্যে অনুষ্ঠিত ফেরার লেগে মোট ১৭ জনকে লাল কার্ড দেখানো হয়েছে।

ফেরার লেগ ২-২ গোলে ড্র হলেও দুই লেগের জোড়ালে ব্লুমিং ৪-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে ওঠে। প্রথম লেগে ব্লুমিং ২-১ গোলে জয়ী হয়েছিল।

ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ দেখা দেয়। মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে টিয়ারগ্যাস ব্যবহার করতে হয়। সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ জানিয়েছে, মারামারিতে জড়িত ব্লুমিংয়ের ৭ এবং রিয়াল অরুরোর ৪ ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। এছাড়া দুই দলের কোচিং স্টাফের আরও ৬ জনকে রেফারি বহিষ্কার করেন।

মোট ১৭ জনকে লাল কার্ড দেখানোর এই ঘটনা ফুটবল ইতিহাসে বিরল। মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ জন পুলিশ প্রহরায় নিয়োজিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: