odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th November 2025, ২৯th November ২০২৫
সম্প্রীতি যাত্রা' ও 'জুলাই মঞ্চের' ধাক্কাধাক্কি, মঞ্চ ভাঙচুর

বাউল আবুল সরকারের মুক্তি ও হামলার প্রতিবাদে শাহবাগে সংঘর্ষ

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৫ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৫ ২২:১৬

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার বিচার দাবিতে ২৮ নভেম্বর শাহবাগে 'সম্প্রীতি যাত্রা' ও 'জুলাই মঞ্চের' মধ্যে ধাক্কাধাক্কি। মঞ্চ ভাঙচুর, উত্তেজনা, সরকারের গ্রেপ্তারের নির্দেশ।

অধিকার পত্র ডটকম, 
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫: বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় জাদুঘরের সামনে 'সম্প্রীতি যাত্রা' নামে লেখক, শিল্পী, অধিকারকর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের প্ল্যাটফর্ম আয়োজিত 'গানের আর্তনাদ' কর্মসূচির মঞ্চে মিছিল নিয়ে এসে বাধা দেয় 'জুলাই মঞ্চ' নামের একটি সংগঠন।

একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।
কর্মসূচিতে বিঘ্ন ও ধাক্কাধাক্কি
বিকেল সাড়ে ৪টার দিকে 'সম্প্রীতি যাত্রা'র ব্যানারে 'গানের আর্তনাদ' কর্মসূচি শুরু হয়। শিল্পী অরূপ রাহীর স্বাগত বক্তব্যের পর শিল্পী কৃষ্ণকলি ইসলামকে মঞ্চে আহ্বান জানানো হলে জুলাই মঞ্চের ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে মঞ্চের সামনে চলে আসে।

তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেয় এবং মাইকে বাউল আবুল সরকারের মুক্তি দাবির বিরোধিতা করে বক্তব্য দিতে থাকে।
এ সময় 'সম্প্রীতি যাত্রা'র আয়োজকেরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির সূত্রপাত হয়। ধাক্কাধাক্কি চলাকালে জুলাই মঞ্চের কর্মীরা মঞ্চের কাঠামো ধরে টানাটানি করলে মঞ্চের পেছনে টাঙানো ব্যানারটি পড়ে যায় এবং মঞ্চের একাংশ ভেঙে যায়। পরে 'সম্প্রীতি যাত্রা'র কর্মীরা সেটি আবার তুলে ধরেন।

সংঘর্ষের একপর্যায়ে জুলাই মঞ্চের নেতা-কর্মীদের মাইক রিকশা থেকে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে জুলাই মঞ্চের কর্মীরা সরে গেলে 'গানের আর্তনাদ' কর্মসূচি পুনরায় শুরু হয়। আলোচনা শেষে বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল করা হয়।

আটক ও হামলার প্রেক্ষাপট
গত ১৯ নভেম্বর মাদারীপুরের একটি পালাগানের আসর থেকে বাউলশিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত বাউলদের ওপর 'মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা'র ব্যানারে থাকা একদল ব্যক্তি হামলা করে।

আবুল সরকারের গ্রেপ্তারি ও বাউলদের ওপর হামলার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এর মধ্যে গত বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের ওপর আবারও 'তৌহিদি জনতা'র ব্যানারে হামলা চালানো হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: