odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th November 2025, ২৯th November ২০২৫

জামায়াতে ইসলামী আমীর হিসেবে ২০২৬–২০২৮ মেয়াদে দায়িত্ব নিলেন ডা. শফিকুর রহমান | শপথ অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ০০:০০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬–২০২৮ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাজধানীতে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে ইসলামী ও জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যা আনে বিশেষ গুরুত্ব।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের সূচনা করেন জামায়াতের অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আযাদ

শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন
  • বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, বিএনপি-সংযুক্ত বিভিন্ন ইসলামপন্থী ও জাতীয় দলের শীর্ষ নেতারা
  • গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নূরুল হক নুর
  • আরও বিভিন্ন ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মজলিসে শূরা ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আমীরের বক্তব্য : ‘আমি আপনাদের মতই একজন—ভুল দেখলে সংশোধন করে দেবেন’

শপথ গ্রহণ শেষে ডা. শফিকুর রহমান বিনম্র কণ্ঠে বলেন—

“আমি এই দায়িত্বের উপযুক্ত নই। আপনারা সমালোচনা করবেন, ভুল দেখলে সংশোধন করবেন—আল্লাহ যেন আমাকে তা গ্রহণ করার তাওফিক দেন।”

তিনি বলেন,

  • গত সাড়ে ১৫ বছরে বহু নেতা-কর্মী নিহত, আহত ও কারাবন্দি হয়েছেন
  • অন্যায়ের প্রতিবাদ করায় বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে
  • শহীদদের স্মরণ করেন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করেন
  • সব রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্য দূর করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমীরের দৃষ্টি

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন—

“আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আল্লাহর রহমতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন—

  • প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
  • দেশের দুর্নীতি ও দুঃশাসন বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

২০২৪ সালের জুলাই বিপ্লবের যুবকদের ভূমিকাকে স্মরণ

তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন—

“ভবিষ্যতেও তারা জাতীয় স্বার্থে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”



আপনার মূল্যবান মতামত দিন: